| |
               

মূল পাতা সারাদেশ জেলা নবাবগঞ্জের মিথ্যা নবী দাবিদার বরকত উল্লাহর অনুসারীদের গ্রেপ্তার করতে হবে : মধুপুর পীর


নবাবগঞ্জের মিথ্যা নবী দাবিদার বরকত উল্লাহর অনুসারীদের গ্রেপ্তার করতে হবে : মধুপুর পীর


রহমত নিউজ     10 November, 2025     02:18 PM    


আগামী ১৫ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়াত আন্তর্জাতিক মহাসম্মেলন সফল করার লক্ষ্যে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে নবাবগঞ্জে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় নবাবগঞ্জ ডিএন কলেজ ময়দানে টিকরপুর মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি জাকির হোসাইনের সভাপতিত্বে ও সম্মেলনের আহ্বায়ক মাওলানা সালাহউদ্দিনের পরিচালনায় এই খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর মধুপুর পীর মাওলানা আব্দুল হামিদ।

আরো বক্তব্য রাখেন, মুতাকাল্লিমে ইসলাম মাওলানা ইলিয়াস গুম্মান  পাকিস্তান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা মুয়াবিয়া আজম তারেক পাকিস্তান, মাওলানা হাসান জামিল, মাওলানা মুহাম্মদ খুবাইব বিন তৈয়ব, মাওলানা হাবিবুর রহমান খান, মাওলানা মিজানুর রহমান কাসেমী, মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মুফতি জাবের কাসেমী, মাওলানা হামজা শহিদুল ইসলাম, মুফতি ইমরানুল বারী সিরাজী, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মধুপুর পীর বলেন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। নবাবগঞ্জের ভন্ড ও প্রতারক মিথ্যা নবুয়তের দাবিদার বরকতুল্লাহর অনুসারীদের গ্রেপ্তার এবং তাদের অপতৎপরতা বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বক্তাগণ বলেন, কাদিয়ানীরা ইসলামের মৌলিক আকীদা “খতমে নবুওয়াত” অস্বীকার করে এবং নবী দাবি করে। এরা ইসলামের ছদ্মবেশে বৃহত্তর ষড়যন্ত্রে লিপ্ত। তাই পাকিস্তানসহ অনেক মুসলিম দেশে যেভাবে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে, বাংলাদেশেও তা অবিলম্বে কার্যকর করতে হবে।

সম্মেলনের মাধ্যমে সর্বস্তরের মুসলমানদের ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থেকে খতমে নবুওয়াতের এ ঐতিহাসিক দাবিকে সফল করার আহ্বান জানানো হয়।
 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা নবাবগঞ্জ